১৭ মে টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ১৭ মে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এবার বড় পরিসরে পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৪। দিবসটি পালনের লক্ষ্যে এ বছরের জন্য আইটিইউ নির্ধারিত প্রতিপদ্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলায় ‘ ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। দিবসটিতে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনে সবাইকে সংযুক্ত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ের দেশের জন্য টেকসই সমৃদ্ধি অনেষণের পথনকশা রচনা করতে চায় আয়োজকেরা।
এআই, সাইবার নিরাপত্তা, রোবটিক্সসহ ভবিষত স্মার্ট বাংলাদেশকে তুলে ধরবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।
সেসব বিষয় নিয়ে এরইমধ্যে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভাপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালনে বিস্তারিত দিকনির্দেশনা দেন তিনি।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো: মহিউদ্দিন, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাহাব উদ্দিন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার হোসন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লি: এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ এমটব মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকারকে (অব.), আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।







